ইউনিভার্সিটি অব লন্ডনে তনিমার অসামান্য কৃতিত্ব

ইউনিভার্সিটি অব লন্ডনে তনিমার অসামান্য কৃতিত্ব

নিউজ ২৪ ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেয়ে তাহসিন কামাল তনিমা এলএলবিতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন-এর বাংলাদেশ শাখায় ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন।  

বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম কৃতিত্ব বলে ইউনিভার্সিটি অব লন্ডন এলসিএলস(এস) বাংলাদেশ শাখার কর্তৃপক্ষ জানিয়েছেন। তার এমন কৃতিত্বের জন্য ইউনিভার্সিটি অব লন্ডন কর্তৃপক্ষের পক্ষে সিমন আসকি শুক্রবার বাংলাদেশে এসে তাহসিন কামাল তনিমাকে তার নিজ বাড়িতে অভিনন্দন জানিয়েছেন।  

তাহসিন কামাল তনিমা বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান এবং পিডাব্লুডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী কালম পাশার তৃতীয় কন্যা।

তাহসিন কামাল তনিমা বার-এট-ল' ডিগ্রী অর্জনের জন্য পুনরায় যুক্তরাজ্যে যাবেন বলে জানিয়েছেন।  

সম্পর্কিত খবর