পুরুষদের দুবার বিয়ে বাধ্যতামূলক যেখানে!

বিবাহ

পুরুষদের দুবার বিয়ে বাধ্যতামূলক যেখানে!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পৃথিবীতে বেশিরভাগ দেশের রীতি জীবনে একবার করে বিয়ে। কিন্তু এই এলাকার সব পুরুষ দুবার করে বিয়ে করেছেন। ভারতের রাজস্থানের একটি গ্রামে এ রীতি প্রচলিত বহুদিন ধরে। ভারত-পাকিস্তান সীমান্তের কাছের দেরাসর গ্রামে প্রত্যেক পুরুষেরই দুবার বিয়ে বাধ্যতামূলক।

এর কারণগুলো হলো-
মুসলিম অধ্যুষিত দেরাসর গ্রামে প্রায় ৬০০ মানুষের বাস। রয়েছে কমবেশি ৭০ পরিবার। গ্রামবাসীর দাবি, প্রত্যেক পরিবারই নাকি বংশ পরম্পরাগতভাবে বিয়ে নিয়ে এ রীতি মেনে আসছে। এক প্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।

স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, গ্রামবাসীর দাবি, আগে গ্রামে যত পুরুষ বিয়ে করতেন, তাদের কারওরই প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হতো না। তাই দ্বিতীয়বার বিয়ে করতে হতো। সেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসত। বহুকাল ধরে এমন ঘটনাই ঘটছে। তারপর সেটিকেই রীতি হিসেবে মেনে নেন গ্রামবাসী।

এখন এমন ঘটনাই ঘটে চলেছে গ্রামটিতে। যদিও এ ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেননি কেউ-ই।

গ্রামবাসীর কথায়-প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এ রকম উদাহরণ প্রচুর রয়েছে। দ্বিতীয়বার বিয়ে করাটাকে তাই এ গ্রামে শুভ বলেই মনে করা হয়। এতে তরা দোষের কিছু দেখেন না বলে জানা যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর