দীপন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

ছবি সংগৃহীত

দীপন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আট জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জঙ্গিকে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার ফজলুর রহমান। আগামী ১৮ ডিসেম্বর এই অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে কুপিয়ে হত্যা করে দীপনকে।

অভিযোগপত্রে যে আটজনকে আসামি করা হয়েছে তাদের ছয়জন কারাগারে আছেন। দুইজন পলাতক আছেন। আসামিরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ছয়জন আসামি হলেন সুনামগঞ্জের মইনুল হাসান শামীম (২৪), কুমিল্লার মোঃ আব্দুস সবুর (২৩), চট্টগ্রামের খায়রুল ইসলাম (২৪), মো. শেখ আব্দুল্লাহ (২৭), লালমনিরহাটের মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) ও ময়মনসিংহের মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (২৫)।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর