দিনাজপুরে তিনদিন ব্যাপী নবান্ন উৎসব শুরু

দিনাজপুরে তিনদিন ব্যাপী নবান্ন উৎসব

দিনাজপুরে তিনদিন ব্যাপী নবান্ন উৎসব শুরু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নবান্ন উৎসবের আনন্দ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব। বৃহস্পতিবার শহরের বড় ময়দানে তিনদিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আজ সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় মাঠে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বজলুর রশিদ।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ, বঙ্গ মিলারস লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মুস্তাফিজুর রহমান প্রমূখ।

র‌্যালি শেষে বড় মাঠে তাদের নির্ধারিত স্থানে আগামী তিনদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষকদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও নবান্ন উৎসব উপলক্ষে ২০টি বাহারী পিঠার স্টল বসানো হয়েছে।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর