বেনাপোল সীমান্তে ৪১ নারী-শিশু ও পুরুষ আটক

আটক নারী-শিশু ও পুরুষ

বেনাপোল সীমান্তে ৪১ নারী-শিশু ও পুরুষ আটক

যশোর প্রতিনিধি

বেনাপোল ও পুটখালি সীমান্তে ৪১ নারী-শিশু ও পুরুষকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয় হুন্ডির ৭ লাখ টাকা। আটকদের বাড়ি যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নারানগঞ্জসহ বিভিন্ন জেলায়।

আটকের এ তথ্য নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার।

তিনি জানান, ২ থেকে ৪ বছর আগে দালালের খপ্পরে পড়ে মিথ্যা আশ্বাসে চাকুরীর প্রলোভনে ভারতে যায় তারা। শুক্রবার বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত দিয়ে এসব বাংলাদেশি নারী-শিশু ও পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে বলে জানতে পারে বিজিবি। সীমান্তে অভিযান চালায় তারা। পুটখালি থেকে আটক করা হয় ৯ নারী ৬ শিশু ও ১৮ পুরুষকে।

অপরদিকে দৌলতপুর সীমান্তে এক নারী এক শিশু ও ছয়জন পুরুষকে আটক করে বিজিবি। এদিন দুুপরে আটকদের পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি কর্মকর্তা।

এদিকে বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানান আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব।

তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর