৮ টুকরো লাশের মাথা ফ্রিজ থেকে উদ্ধার!

৭ টুকরো দেহ

৮ টুকরো লাশের মাথা ফ্রিজ থেকে উদ্ধার!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে পলিথিন ব্যাগ থেকে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশের মাথাটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নিশ্চিন্তপুর এলাকার বাবুল মিয়ার নিমার্ণাধীন বাড়ির ডিপ ফ্রিজের ভেতর থেকে নিহতের মাথাটি উদ্ধার করা হয়। মাথাসহ লাশটি ৮ টুকরো করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহত ব্যক্তির নাম মেহেদি হাসন টিপু।

তিনি যশোরের বাঘারপাড়া থানাধীন অন্তরামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকির ছেলে ও নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনার সঙ্গে জড়িত মানিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাবে না বলে জানান তিনি।

পুলিশ জানায়, গত ৯ নভেম্বর বিকেলে বাসা থেকে বের হওয়ার পরই নিখোঁজ হয় পোশাক শ্রমিক মেহেদি হাসান টিপু।

পরে অনেক খোঁজ করে না পেয়ে এ ঘটনায় ১০ নভেম্বর তার স্ত্রী স্বপ্না বেগম আশুলিয়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। ১২ নভেম্বর সকালে নিশ্চিন্তপুর এলাকায় স্থানীয় একটি সড়কের পাশে ৭ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই বিকেলে নিহতের স্ত্রী থানায় এসে তার পরিচয় শনাক্ত করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ মানিক নামের এক ব্যক্তিকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে একই এলাকার বাবুল মিয়ার নিমার্ণাধীন বাড়ির ডিপ ফ্রিজের ভেতর থেকে নিহতের মাথা উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রিজাউল হক দিপু বলেন, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদে আটক ব্যক্তি হত্যার ঘটনার জড়িত বলে জানায়। বাকি আসামি পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর