নকল চাঁদের পর নকল সূর্যও বানাল চীন!

নকল সূর্য ও বানানো যন্ত্র

নকল চাঁদের পর নকল সূর্যও বানাল চীন!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নকল চাঁদ বানানোর পর এবার নকল সূর্যও বানাল চীন। তবে আশ্চর্যের বিষয় হলো সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য থেকে এ নকল সূর্যের উত্তাপ নাকি ঢের বেশি!

সম্প্রতি সংবাদ প্রকাশ হয়েছিল, ‘আকাশে নকল চাঁদ স্থাপন করবে চীন’।

দ্য ইকোনমিক্স টাইমস জানিয়েছে, ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে চীনা বিজ্ঞানীরা এই সূর্য তৈরি করেছেন। তারা বলেছেন, আসল সূর্যের কেন্দ্রের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস, আর এ নকল সূর্যের তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস।

এ নকল সূর্য তৈরি করেছে ‘ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স’ সংস্থা।

এ সূর্যের কার্যকারিতা সম্পর্কে তাদের দাবি, সূর্যের মধ্যে যেভাবে শক্তি উৎপন্ন হয় একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে ‘নকল সূর্য’র মধ্যে। অর্থাৎ এ প্রোজেক্টে নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে তাপ নির্মিত হয়েছে।

তারা আরও জানান, এ নকল সূর্য তৈরিতে ও এটি চালাতে বিপুল টাকা খরচ হচ্ছে।

যার পরিমাণ দৈনিক কমপক্ষে ১৫ হাজার ডলার।

প্রসঙ্গত, চীনের নকল চাঁদ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু শহরের আকাশে উঠবে। এটি আসলে একটি স্যাটেলাইট।

প্রায় ৫০ বর্গমাইল এলাকাজুড়ে সূর্যের আলো প্রতিফলিত করবে এর বিশাল আকৃতির আয়না। নকল এই চাঁদ দেখা যাবে আশপাশের দেশ থেকেও। ২০২০ সাল নাগাদ স্যাটেলাইটটি কক্ষপথে বসবে।

তবে এ নকল চাঁদ ও সূর্য পরিবেশ ও প্রাণবৈচিত্র্যে ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সমালোচনা করছে বিজ্ঞানীরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর