কক্সবাজার পৌঁছেছেন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

কক্সবাজার পৌঁছেছেন খালেদা জিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রবিবার রাত ৮টার দিকে জেলা সার্কিট হাউসে পৌঁছান তিনি।

গতকাল শনিবার সকালে রাজধানী থেকে রওনা দিয়ে সন্ধ্যার পর চট্টগ্রাম পৌঁছান খালেদা জিয়া। পথে ফেনী ও চট্টগ্রামের মীরসরাইয়ে তাঁর গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে সাংবাদিকসহ বেশ কিছু মানুষ আহত হয়। হামলায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন।

এদিকে আওয়ামী লীগের অনেক নেতাই গাড়িবহরের ওপর চালানো হামলাকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল বলে মন্তব্য করেছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। দলটির দাবি সরকারি দলের চিহ্নিত নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে।

এদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে লোহাগাড়ার ঠাকুরদিঘী এলাকায় বিকট শব্দে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির একটি চাকা পাংচার হয়।  

এসময় সফরের অন্য গাড়িগুলোও আটকে যায়। মিনিট দশেকের মধ্যে চাকা ঠিক করার পর আবার রওনা হয়েছে খালেদা জিয়ার গাড়িবহর।  
 
এর আগে, চট্টগ্রামে পৌঁছানোর আগে কুমিল্লাতেও একবার গাড়ির চাকা পাংচার হয়। তখন চাকা ঠিক করার পর রাত ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

আজ চট্টগ্রাম থেকেও খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত হন বিপুল নেতাকর্মী। এ ছাড়া কক্সবাজারে যাওয়ার পথে মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা।  

রাতে কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন। আগামীকাল কক্সবাজার থেকে টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে খালেদা জিয়ার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ৩১ অক্টোবর ঢাকায় ফেরার কথা বিএনপি চেয়ারপারসনের।

সম্পর্কিত খবর