সর্বশেষ ঘাঁটিও হারাল দায়েশ

মার্কিন অত্যাধুনিক সাঁজোয়াযানে দায়েশ সন্ত্রাসীদের এমন বিচরণ অহরহ দেখা যায়।

সর্বশেষ ঘাঁটিও হারাল দায়েশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।

ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, সিরিয়ার সেনাবাহিনী শনিবার রাজধানী দামেস্ক এবং সোয়েদা প্রদেশের মাঝামাঝি স্থানে অবস্থিত তুলুল আল সাফা পার্বত্য এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীরা তুলুল আল সাফা এলাকা থেকে বাদিয়া মরুভূমির দিকে সরে যাওয়ায় সিরিয়ার সেনাবাহিনীর এ নুতন বিজয় এসেছে।

এদিকে, তুলুল আল সাফা এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযানের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা।  

এছাড়া, অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। সিরিয়ার সেনা ইউনিট এখন সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালাচ্ছে বলে এটি জানিয়েছে।

এছাড়া, দায়েশের অন্যতম কমান্ডার আবু হাজার আল শিশানি তুলুল আল সাফার কাছে কাবের আল শেইখ হোসেইন এলাকায় নিহত হয়েছেন।

গতকালের অভিযানে শিশানির একজন সহযোগীও আহত হয়েছে বলে কিছু সংবাদ মাধ্যম খবর দিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর