সৌদিতে পিএসসি পরীক্ষা দিল ২৬৭জন

পিএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা

সৌদিতে পিএসসি পরীক্ষা দিল ২৬৭জন

আল-আমিন, সৌদি আরব প্রতিনিধি

বাংলাদেশের সঙ্গে সময়সূচি ও প্রশ্নপত্র মিল রেখে রোববার সকাল সাড়ে সাতটায় সৌদি আরবে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।

এবার সৌদি আরবের চারটি কেন্দ্র থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬৭জন শিক্ষার্থী। এর মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা থেকে ১৫৬ জন, রিয়াদ থেকে ৭৪ জন, আল কাসিম থেকে ১১ জন এবং মদীনা থেকে ২৬জন।

সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থী যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বিগত সময়ের ন্যায় এবারও ভালো ফলাফল করে অতীতের সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।

বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেটের প্রতিনিধিরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম।

(নিউজ টোয়েন্টিফোর/আল-আমিন/তৌহিদ)

সম্পর্কিত খবর