ভোটার আনতে সিনেমার সংলাপ

ছবি- সংগৃহীত

ভোটার আনতে সিনেমার সংলাপ

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

শুধু বাংলাদেশেই নয়, ভোটের দামামা বাজছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। চলছে নির্বাচনী প্রস্তুতি। প্রার্থীরা ভোটের জন্য নিয়মিত হাজির হচ্ছে ভোটারদের দুয়ারে দুয়ারে। আগামী ৭ ডিসেম্বর ভারতের রাজস্থানে বিধানসভা নির্বাচন।

কিন্তু সেখানকার ভোটারদের অনেকেই নাকি ভোট দিতে আগ্রহী নয়। আর ভোটার ছাড়া নির্বাচন- এ যে লজ্জার বিষয়। এজন্য প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় নেমেছে পুলিশও। ভোটারদের কেন্দ্রে আনতে নানা কৌশল নিয়েছে তারা।

জনগণকে অভিনব পদ্ধতিতে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছে দেশটির রাজস্থান পুলিশ। নির্বাচনের সময় ভোট দেয়া প্রত্যেক নাগরিকের আবশ্যিক কর্তব্য-এটিই জানাতে চাইছেন তারা। এ জন্য তারা ব্যবহার করছেন বলিউড সিনেমার জনপ্রিয় একটি সংলাপ।

বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওম শান্তি ওম’ এর ‘এক চুটকি সিন্দুর’ সংলাপটি ব্যবহার করছে রাজস্থান পুলিশ।

রাজস্থান পুলিশ টুইট করেছে যে, রমেশ বাবু সিঁদুরের মূল্য না জানলেও প্রতিটি নাগরিকের নিজের ভোটের মূল্য অবশ্যই বোঝা উচিত।

উল্লেখ্য, হিন্দুধর্মে সিঁদুর বিবাহিত নারীর পবিত্র প্রতীক। ছবিতে বিয়ে না করার কারণে সিঁদুরের মর্যাদা সম্পর্কে কতটুকু জানে- রমেশ বাবুকে তা জিজ্ঞেস করেন দীপিকা পাড়ুকোন।

রাজস্থান পুলিশও সেভাবে স্থানীয় অধিবাসীদের জানাতে চাইছে- বিবাহিত নারীর সিঁথির সিঁদুরের মতোই অমূল্য ভোটদান।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর