বিএনপির গুলশান কার্যালয়ের ইন্টারনেট বন্ধের অভিযোগ

ছবি সংগৃহীত

বিএনপির গুলশান কার্যালয়ের ইন্টারনেট বন্ধের অভিযোগ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন।  

তিনি বলেন, সোমবার বিকেল ৩টা থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ইন্টারনেট বন্ধা করে দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ও নির্বাসিত নেতা তারেক রহমান লন্ডন থেকে যাতে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে স্কাইপে ভিডিও কল করতে না পাতে সেই জন্যই নেট সংযোগ বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন।

 

শামসুদ্দিন দিদার আরও অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সরকারি নির্দেশে টেলি রেগুলেটরি কমিশন এমন কাজ করেছে।  

এছাড়া সারাদেশে সন্ধ্যার পর থেকে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপ ব্যবহার করে যোগাযোগ করা যাচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর বিরুদ্ধে স্কাইপ বন্ধ করে দেবার অভিযোগ উঠেছে। তবে বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে।

তবে সারাদেশে স্কাইপি বন্ধ থাকলেও ইমো, হোয়াটসঅ্যাপের মত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিডিও কনফারেন্স এ কথা বলা যাচ্ছে।  


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর