খুলনায় অর্ধশতাধিক কচ্ছপসহ দুই পাচারকারী আটক

প্রতীকী ছবি

খুলনায় অর্ধশতাধিক কচ্ছপসহ দুই পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পাচারের সময় বিপন্নপ্রায় ধুর প্রজাতির অর্ধশতাধিক কচ্ছপসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাম প্রসাদ রায় (৫০) ও রঞ্জন বৈরাগী (৪০)। তাদের দু’জনের বাড়ি বটিয়াঘাটা এলাকায়।

জানা যায়, উপকূলবর্তী এলাকায় ধুর প্রজাতির কচ্ছপ ইতোমধ্যে বিপন্ন হতে চলেছে। এক শ্রেণির স্বার্থান্বেষী মানুষ দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণি হত্যা ও পাচার করায় বিলুপ্ত হতে চলেছে প্রাণিগুলো।

র‌্যাব-৬ এর এসএসপি মো. বজলুর রশিদ জানান, বন্যপ্রাণি পাচারের সময় ওই দু’জনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপসহ তাদেরকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর