র‍্যাংকিংয়ে উন্নতি মুশফিক-মিরাজদের

ফাইল ছবি

র‍্যাংকিংয়ে উন্নতি মুশফিক-মিরাজদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে দুইশত রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। নিয়মিত উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবে যা আর কেউ করতে পারেনি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারার পর মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দেশের জয়ে অবদান রেখেছেন ঠিকই।

এর পুরষ্কার মিলেছে আইসিসি থেকে।

টেস্টে ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে মিঃ ডিপেন্ডেবল। ২৩ নম্বর থেকে এসেছেন ১৮ নম্বরে। এর আগে মুশফিকের ক্যারিয়ার সেরা র্যাং কিং ছিল ২১।

সিলেট টেস্টে মেহেদী মিরাজের বলে ধার না থাকলেও ঢাকা টেস্টে চেনা রূপে ফিরেছিল এই ঘূর্ণি জাদুকর। দুই টেস্ট মিলে নিয়েছে ৮ উইকেট। ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল।

বোলারদের র‍্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। আরেক স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন তিন ধাপ। বর্তমান র্যাং কিং তাঁর ২৭।
জিম্বাবুয়ে সিরিজে না খেললেও টেস্ট অলরাউন্ডারের ১ নম্বর স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। মাত্র ৩ রেটিং পয়েন্ট কম নিয়ে সাকিবের পরেই আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর