‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

১৮ মামলার আসামি নিহত

‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল হোসেন শেখ (৪৯) নামে এক  মাদক কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দেউলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়।

র‌্যাবের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত আবুল উপজেলার কুন্ডেরবাজার গ্রামের মৃত নাজিম উদ্দিন শেখের পুত্র।

বন্দুকযুদ্ধে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাল।

তিনি জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল টঙ্গীবাড়িতে মাদক কারবারিদের মিটিং হচ্ছে। মেইন রোডের পাশে আবুল হোসেন তার বাহিনীর সদস্যদের নিয়ে মিটিং করছিল। সেখানে আমাদের টহল ছিল।

হঠাৎ রাত একটার দিকে আমাদের টহল টিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরাও পাল্টা গুলি ছুড়ি। পরে আমরা দেখি একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন। এ সময় দুই র‍্যাব সদস্য গুরুতর আহত হন।

পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ছিল। তিনি মুন্সীগঞ্জের এক নম্বর মাদক কারবারী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর