‘ইয়েমেনে ৮৫ হাজার শিশুর মৃত্যু’

অপুষ্টিতে হাড্ডিসার ইয়েমেনি শিশুরা

‘ইয়েমেনে ৮৫ হাজার শিশুর মৃত্যু’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইয়েমেনে গত সাড়ে তিন বছরে চরম খাদ্যাভাব ও অপুষ্টির শিকার হয়ে প্রায় ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন’ এ তথ্য জানিয়েছে।

পুষ্টিহীনতায় নিহত পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়ে জাতিসংঘের দেওয়া তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, ২০১৫ সালের এপ্রিল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৮৪ হাজার ৭০১টি শিশুর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে।

news24bd.tv

‘ইয়েমেনের অর্ধেক ভূখণ্ডের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, সেখানে কোনো রকম চিকিৎসা সুবিধা কাজ করছে না। যুদ্ধবিধ্বস্ত এলাকা অবরোধের মুখে থাকায় অনেক মানুষকে অভাবে অনাহারে দিন পার করতে হচ্ছে’। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে 
এ কথা বলা হয়।

একসময় ইয়েমেনের মোট খাদ্য আমদানির ৯০ শতাংশই হুদাইদাহ বন্দর দিয়ে আসতো।

হুথিদের নিয়ন্ত্রণে থাকা বন্দরটি দখলে নেওয়ার জন্য সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসী হামলা শুরু করায় বাণিজ্যিক আমদানি কমে যায়।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এ বন্দর দিয়ে বাণিজ্যিক আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর