নির্বাচনের আগে ওয়াজ মাহফিল না করার নির্দেশ

প্রতীকী ছবি

নির্বাচনের আগে ওয়াজ মাহফিল না করার নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ওয়াজ মাহফিলের অনুমতি না দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে যেসব ওয়াজ মাহফিলের তারিখ ঘোষণা করা হয়ে গেছে বা তফসিল ঘোষণার আগেই ঠিক করা হয়েছে তা রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজন করতে হবে।

এছাড়া বিশেষ কারণে একান্তই মাহফিলের প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজন করা যাবে।

মঙ্গলবার রাতে ইসির যুগ্ন সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ওয়াজ মাহফিলে কোনো প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা অন্য কেউ নির্বাচনী প্রচারণা বা কারও পক্ষে বক্তব্য দিতে পারবেন না

চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত পুনঃনির্ধারিত সময়সূচি অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লিখিত সময়ে কোনও ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনও তারিখ নির্ধারণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক সভা, ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য কমিশন নির্দেশ দিয়েছে।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর