বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মুক্তি চেয়ে ইসিতে চিঠি

প্রতীকী ছবি

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মুক্তি চেয়ে ইসিতে চিঠি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির পাঁচ মনোনয়নপ্রত্যাশী নেতার মুক্তি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এই পাঁচ নেতা হলেন- ইব্রাহীম হোসেন (বাগেরহাট-৪), আনিসুজ্জামান খান (গাইবান্ধা-২), আনোয়ারুল হক (নেত্রকোনা-২), শেখ রবিউল আলম (ঢাকা-১০) ও আবু বক্কর (যশোর-৬)।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সালাহ উদ্দিন খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছে দেয়।

চিঠিতে পাঁচ মনোনয়ন প্রত্যাশী ছাড়াও আরও ৫২৯ জন নেতাকর্মীকে আটকের কথা উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে তৃতীয় দফায় আটক ও মামলাভুক্ত নেতাকর্মীদের তালিকা ইসিতে জমা দিল বিএনপি। তাদের পক্ষ থেকে আটক নেতা-কর্মীদের অবিলম্বে ছেড়ে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানানো হয়।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর