পিরিয়ডের কারণে গোয়ালঘরে কিশোরী!

ঘূর্ণিঝড় গাজার আঘাত

পিরিয়ডের কারণে গোয়ালঘরে কিশোরী!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পিরিয়ডের কারণে গোয়ালঘরে রাখা ১৪ বছরের কিশোরী বিজয়লক্ষ্মী ‘গাজা’ আঘাতে নিহত হয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ভারতের অনেক গ্রামীণ এলাকায় পিরিয়ড সম্পর্কে কুসংস্কার প্রচলিত আছে। অনেকে মনে করে মেয়েরা এ সময় অপরিচ্ছন্ন থাকে।

তাই তাদের গোয়ালঘরে থাকতে বাধ্য করা হয়।

বিজয়লক্ষ্মীর পরিবার জানায়, ১৬ নভেম্বর রাতে ঝড়ের সময় ঘরে আটকা পড়েছিল বিজয়লক্ষ্মী। ঘর থেকে বের হতে পারেনি সে। ভূমিধ্বসে ঘরটি দেবে যায়।

ঘরের ভেতরই মৃত্যু হয় তার। কিশোরীর পরিবার গোয়ালঘরের পাশের বড় ঘরে ছিল। তারা সবাই ঘর থেকে বের হতে পেরেছিল এবং নিজেদের রক্ষা করেন।

বিজয়লক্ষ্মীর দাদি ভিসালক্ষ্মী বলেন, ঘরটির ওপরে একটি গাছ পড়ায় কেউ তার নাতনিকে বের করে আনতে পারেনি। পরে ভূমিধ্বসের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, পিরিয়ডের সময় মেয়েদের অন্য ঘরে থাকতে বাধ্য করার রীতির বিরুদ্ধে জেগে উঠতে সবার চোখ খুলে দেওয়ার মতো ঘটনা এটি।

সম্প্রতি ঘূর্ণিঝড় গাজার আঘাতে শুধু তামিলনাড়ুতে ৪৬ জন মারা যান। আহত হয় বহু সংখ্যক লোক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)