চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন চামেলী

ফাইল ছবি

চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন চামেলী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার চামেলী খাতুনের। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ দিন রাজশাহীর দরগা পাড়ার জরাজীর্ণ ঘরে পড়ে ছিলেন তিনি। পরে গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়লে অনেকেই তার পাশে এসে দাঁড়ান।

জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), রাজশাহীর মেয়র চামেলীকে সাহায্য করার আশ্বাস দেন।

সবশেষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন।

এমন অবস্থায় গত ২ নভেম্বর ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। হাসপাতালের সকল খাবারের বিল বহন করেছে বিসিবি।

এবার  উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হচ্ছে চামেলীকে।

আজ শুক্রবার দুপুর ১টায় ভারতের বিমান ধরবেন ৩২ বছর বয়সী এই সাবেক নারী ক্রিকেটার।

চামেলীর অস্ত্রোপচার করা হবে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে। তার সাথে পরিবারের দুজন সদস্য থাকবেন। তাদের পুরো খরচ প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিবি বহন করছে বলে জানিয়েছে চামেলীর পরিবার।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর