ঢাকা মেডিকেলে তালা ঝুলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেলে তালা ঝুলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা।  

মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা এ অবস্থান নেন।

এছাড়া তারা নতুন ভবনের নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী দেখার টিকিট (আউটডোর) বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম দুর্ভোগে পড়েছেন।

গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওই রোগীর স্বজনেরা ডাক্তারদের মারধর করে। এই ঘটনার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত ও ভিজিটর কার্ড ছাড়া বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ করে এ বিক্ষোভ করছেন।

সম্পর্কিত খবর