বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রতীকী ছবি

বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন। নিহত প্রশিক্ষণার্থীর নাম আরিফ আহমেদ দীপু।   শুক্রবার বিকেল তিনটার দিকে মধুপুরের টেলকি ফায়ারিং জোনে এ দুর্ঘটনা ঘটে।

news24bd.tv

দুর্ঘটনার এ খবর নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জস্টিনা নখরেট।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটি টুকরো টুকরো হয়ে যায়।

যার অংশবিশেষ বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন বলে শুনেছি। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বিমান বিধ্বস্তের ভিডিও

news24bd.tv

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)