চীনা কনস্যুলেটে হামলা: যা বলছে পাকিস্তান-ভারত

চীনা কনস্যুলেটে হামলা

চীনা কনস্যুলেটে হামলা: যা বলছে পাকিস্তান-ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, পাকিস্তান ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত যে সহযোগিতা রয়েছে তা নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে।

ইমরান খানের মতে, এটি একটি ষড়যন্ত্র। তবে এ ধরনের ষড়যন্ত্র দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না জানান তিনি।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শোয়াং কনস্যুলেটে হামলার তীব্র নিন্দা জানিয়েন।

বলেছেন, চীনা কনস্যুলেটে কর্মরত সবাই ভালো আছেন। পাকিস্তানে অবস্থানরত সব চীনা নাগরিক এবং চীনা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, ভারতও ওই হামলার নিন্দা জানিয়ে বলেছে, পাকিস্তানে চীনা কনস্যুলেটে হামলার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের সম্মুখীন করা উচিৎ বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মন্তব্য করেছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি করাচিতে চীনা কনস্যুলেটে হামলা চালিয়েছে। ঘটনায় দুই পুলিশসহ তিন হামলাকারী প্রাণ হারিয়েছে।

বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করে এক টুইটে বলছে, হামলা চালানো হয়েছে। কারণ চীনারা পাকিস্তানকে শোষণ করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর