২০৩ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

মাহমুদুল্লাহ রিয়াদ

২০৩ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের টার্গেট দিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অলআউট হয় সাকিববাহিনী। প্রথম ইনিংসের ৭৮ রানে লিড আর দ্বিতীয় ইনিংসের ১২৫ রান। জিততে হলে এখন সফরকারীদের ২০৪ রান করতে হবে।

হাতে রয়েছে ১০ উইকেট।  

শনিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

আগের দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নামেন দ্বিতীয় দিনে অপরাজিত থাকা মিরাজ (০) ও মুশফিকুর রহিম (১১)। তবে তাদের জুটি মোটেও সুবিধা করতে পারেনি।

তৃতীয় দিন দলীয় স্কোর বোর্ডে ১৪ রান যোগ করতেই বড় ধরণের ধাক্কা খায় বাংলাদেশ। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ১৯ রানে গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।  

ফলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৬৯ রান। লিড ১৪৭ রান। দলের এমন বেহাল অবস্থায় ক্রিজে আসেন মাহমুদ উল্লাহ রিয়াদ। মিরাজকে সঙ্গে নিয়ে এগুতে থাকেন তিনি।  

কিন্তু আবারও ছন্দপতন দলীয় ১০৬ রানের মাথায় বিশুর বলে সাজঘরে ফেরেন ১৮ রান করা মিরাজ। পরে নাঈম হাসান মাত্র পাঁচ রান করে আউট হন।

এরপর রিয়াদ ৩১ ও তাইজুল ১ রান করে আউট হলে ১২৫-এ ঠেকে যায় টাইগাররা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।  

ফলে ৭৮ রানের লিড পায় টাইগাররা। সফরকারীদের সামনে বড় টার্গেট ছুঁড়ে দিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু মোটেই সুবিধা করতে পারেনি।  

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশও পেয়েছে ক্যারিবিয়ান স্পিনের আঁচ। মাত্র ১৭ ওভার ব্যাট করে হারায় ৫ উইকেট। রান তুলে মাত্র ৫৫।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর