জয়ের অতি নিকটে বাংলাদেশ

জয়ের অতি নিকটে বাংলাদেশ

জয়ের অতি নিকটে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশের দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছে সফরকারীরা। ৭৮ রানে ৮ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তাইজুল নিয়েছেন ৫ উইকেট, সাকিব ২টি। একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মানে জয়ের অতি নিকটে অবস্থান করছে সাকিব-তাইজুলরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয়ের শুরুটা করেছেন কাইরন পাওয়েল।

শুরুতেই  ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে সাকিব আল হাসানের একটি বল বাইরে বেরিয়ে এসে মারতে গিয়েই আউট হন কাইরন পাওয়েল। ব্যাট ফাঁকি দিয়ে বল যখন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে, পাওয়েল তখন ক্রিজ ছেড়ে অনেক বাইরে।

মুশফিকের পক্ষে পাওয়েলকে স্টাম্পিং করতে কোনো বেগই পেতে হয়নি।

এরপর পঞ্চম ওভারে সাকিবের বলেই মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন শাই হোপ। দলীয় রান ১১ হতেই ২ উইকেট চলে যাওয়া ক্যারিবীয় দলের বিপদের শুরু যেন এখানেই। ১১ রানেই তাইজুলের বলে পরপর ফিরেছেন কার্লোস ব্রাফেট আর রোস্টন চেজ। দুটি এলবিডব্লু।

প্রথম ইনিংসের মতোই মারমুখী ছিলেন হেটমায়ার। ১৯ বলে তুলেছিলেন ২৭ রান। কিন্তু তাঁকে বেশিক্ষণ রাজত্ব করতে দেননি মেহেদী হাসান মিরাজ। নাঈম হাসানের ক্যাচে ফিরিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যানকে। ডওরিচকে এলবিডব্লু করেছেন তাইজুল। তাইজুলই বোল্ড করেছেন দেবেন্দ্র বিশুকে। এরপর আবার তাইজুলে আঘাত। কেমার রোচকে ফের এলবিডব্লু'র ফাঁদে ফেলেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর