পিরোজপুরে চক্ষু ক্যাম্প

চক্ষু ক্যাম্পে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে

পিরোজপুরে চক্ষু ক্যাম্প

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের শারিকতলা ইউনিয়নকে শতভাগ ছানিমুক্ত করার লক্ষ্যে ‌রোববার সকালে এক চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশনের আয়োজন করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) স্বাস্থ্য সেবার আওতায় এ ‘সমৃদ্ধি কর্মসূচি’ গ্রহণ করা হয়।

চক্ষু ক্যাম্প পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (গোপালগঞ্জ)। এছাড়াও একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

 

ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্প উদ্বোধন করেন শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু।

আরও উপস্থিত ছিলেন- শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, রিকের এজিএম নাসির উদ্দিন, প্রবীণ কর্মসূচির এরিয়া সমন্বয়কারী ফারুক রহমান, এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, সমৃদ্ধি কর্মসূচি শারিকতলা ইউনিয়নের সমন্বয়কারী মো. ওয়াহিদুজ্জামান বাবু, স্বাস্থ্য কর্মকর্তা শুভজিত মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

(নিউজ টোয়েন্টিফোর/ইমন/তৌহিদ)

সম্পর্কিত খবর