কৃষ্ণসাগর নিয়ে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চরমে

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের মহড়া

কৃষ্ণসাগর নিয়ে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চরমে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কৃষ্ণসাগরের সীমানা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। অচলাবস্থা মারাত্মক আকার ধারণ করেছে বলে নিশ্চিত করে ক্রিমিয়ার সীমান্তরক্ষা বিভাগের বরাত দিয়ে রুশ গণমাধ্যম।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, রোববার মস্কো সময় সকাল সাতটার দিকে ইউক্রেনের তিনটি জাহাজ ক্রিমিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এর মাধ্যমে সমুদ্রসীমা সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ১৯ ও ২২ নম্বর ধারা লঙ্ঘন করেছে ইউক্রেন।

 

ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, রাশিয়ার সীমান্তরক্ষীরা কৃষ্ণসাগরে তাদের একটি টাগবোটে হামলা চালিয়েছে যা প্রকাশ্য আগ্রাসী তৎপরতা। দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আযব সাগরের মারিওপোল বন্দরে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে রুশ সীমান্তরক্ষীরা। আযব সাগরের ওই এলাকা নিয়ে আগে থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছে।

ইউক্রেনের জাহাজের আগ্রাসী তৎপরতার পরও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে মস্কো।

রাশিয়ার কেন্দ্রীয় সীমান্তরক্ষা বিভাগ থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর