ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান, আহত ৫ শতাধিক

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

ইরানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইরাক সীমান্তবর্তী কারমানশাহ প্রদেশে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভূমিকম্প আঘাত হানে। এতে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।

ভূমিকম্পের পর ৫ দশমিক ২ মাত্রার বেশ কয়েকটি ভূ-কম্পন (আফটার শক) হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলেছে, রোববার রাতের ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে, তা ইরাকের রাজধানী বাগদাদেও অনুভূত হয়।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে।

আবারও ভূমিকম্প হতে পারে এ আশঙ্কায় কারমানশাহ প্রদেশের মানুষ প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে রোববার সারারাত ঘরের বাইরে কাটিয়েছেন।

আহত এসব মানুষের বেশিরভাগ ‘সারপোলে জাহাব’ ও ‘গিলানে গার্ব’ শহরের অধিবাসী। গত বছর এই এলাকায় ৭.৩ মাত্রার এক ভয়াবহ ভুমিকম্পে ছয় শতাধিক মানুষ প্রাণ হারায়।

সম্পর্কিত খবর