'টেস্টে ব্যাটিং করা কঠিন'

ছবি সংগৃহীত

'টেস্টে ব্যাটিং করা কঠিন'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এ মাসেই ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মোহাম্মদ মিঠুনের। জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মিঠুন টেস্ট খেলেছেন মাত্র দুটি। এই দুই টেস্টের অভিজ্ঞতায় মিঠুনের উপলব্ধি টেস্টে অনেক কঠিন।

সোমবার মিরপুরে মিঠুন বলেন, কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে।

অবশ্যই যেটা আশা করেছিলাম সেটা তো পুরণ হয়নি। সামনে আরেকটা টেস্ট আছে। সুযোগ হলে ওইখানে ভাল করার চেষ্টা করব।

সীমিত ওভারের ক্রিকেট আর টেস্ট ফরম্যাটের ক্রিকেটের পার্থক্য নিয়ে মিঠুন বলেন, এখানে পার্থক্য হচ্ছে, বোলারগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন।

তাছাড়া যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে অবশ্যই ব্যাটিংটা কঠিন। এটা সত্য যে আমরা ব্যাটিং সহায়ক উইকেটে খেলছি না। ঘরোয়া লীগে আমাদের উইকেট যেমন ফ্ল্যাট থাকে, অনেক লুজ বল বেশি পাওয়া যায়, এখানে বোলাররাও ভাল, কন্ডিশনও অনেক টাফ। সবকিছু মিলিয়ে অবশ্যই ব্যাটিং করাটা কঠিন।

জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রতিপক্ষ উইন্ডিজ নিয়ে বলেন, টিম হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ভাল। ওদের বিপক্ষে ভাল খেলতে হলে আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। আর টস গুরুত্বপূর্ণ বিষয়। টস জিতলে আগে ব্যাট করলে হয়তো একটা অ্যাডভান্টেজ থাকবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর