ভোলায় জেলেদের মাঝে গরু ছাগল বিতরণ

ভোলায় জেলেদের মাঝে গরু ছাগল বিতরণ

ভোলা প্রতিনিধি 

ভোলায় উপকূলীয় অসহায় হতদরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে গাভী, ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্টের আয়োজনে গতকাল বিকেলে সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধনিয়া নাছির মাঝি এলাকায় দেড় শতাধিক জেলে পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের লেঃ আসিফ মোহাম্মদ অনিক।  

এছাড়াও  উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, ইকোফিশ প্রকল্প-কোস্ট ট্রাস্টের সমন্বয়কারী জহিরুল ইসলাম, সহ-সমন্বয়কারী সোহেল মাহমুদ প্রকল্পের রিসার্স এসোসিয়েট অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান, প্রমূখ।

 

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময় নদীতে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকে। তখন অসহায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস, মুরগি, গরু, ছাগল, শস্যবীজ, সার ঔষধ, গভীর নলকূপ, মৎস্য পোনাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। ইউএসএআইডির অর্থায়নে মৎস্য বিভাগ ও ওয়াল্ডফিশ বাংলাদেশের সার্বিক সহায়তায় ইকোফিশ প্রকল্পটি কোস্টট্রাস্ট বাস্তবায়ন করছে। এ সময় গরু ও ছাগলের ভ্যাকসিন ও ক্রীমি নাশক ঔষধ বিতরণ করা হয়।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর