পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিখোঁজ

জাকারিয়া পিন্টু

পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিখোঁজ

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টুকে ২৬ নভেম্বর সোমবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ঢাকার মিরপুরের মনিপুর এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন। সোমবার দুপুর ২টায় বাসা থেকে গুলশান বিএনপি অফিসে যাওয়ার জন্য বের হন তিনি। এরপর থেকেই পিন্টু নিখোঁজ রয়েছেন।

তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

তিনি পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

পিন্টুর ভাই জুয়েল মঙ্গলবার দুপুরে জানান, আমার ভাই জাকারিয়া পিন্টুর কোনো খবর আমরা এখনো পাইনি। পুলিশ, র‌্যাব ও ডিবি অফিসে খোঁজ নেওয়া হয়েছে।

কোথাও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী পৌর বিএনপির একাধিক নেতারা জানান, সোমবার ২টার পর থেকে পিন্টু কোথায় আছে তা কোনোভাবেই জানা যায়নি। এদিকে জাকারিয়া পিন্টু নিখোঁজ হয়েছেন এমন সংবাদ ঈশ্বরদীতে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সম্পর্কিত খবর