ভোলায় নতুন ক্ষেত্রে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

ফাইল ছবি

ভোলায় নতুন ক্ষেত্রে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভোলার শাহবাজপুরে পাওয়া নতুন গ্যাসক্ষেত্র ‘শাহবাজপুর ইস্ট-১’ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গ্যাস উত্তোলনের কাজ শুরু করে।

এসময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাপেক্স কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেত্রটিতে অন্তত ৭২০ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকতে পারে।

ড্রিল স্টেম টেস্টের (ডিএসটি) মাধ্যমে তারা গ্যাস উত্তোলন করছেন। নতুন কূপে ৩৫৫০ মিটার গভীরতা পর্যন্ত খনন চালিয়েছেন তারা। এর মধ্যে ৩৪০০ থেকে ৩৪৭০ মিটারের মধ্যে তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে।

শাহবাজপুরের বর্তমান গ্যাসক্ষেত্র থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নে নতুন এই গ্যাসক্ষেত্রের অবস্থান।

গত ২৩ অক্টোবর নতুন এ গ্যাসক্ষেত্রটি আবিষ্কারের খবর জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সম্পর্কিত খবর