পাকিস্তানে সার্ক সম্মেলন মানবে না ভারত

সুষমা স্বরাজ।

পাকিস্তানে সার্ক সম্মেলন মানবে না ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের শীর্ষ সম্মেলন পাকিস্তানে আয়োজন করা হলে নয়া দিল্লি তাতে অংশ নেবে না বলে সাফ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এর আগেও ভারত পাকিস্তানে সার্ক সম্মেলন আয়োজনের বিরোধিতা করায় তা বাতিল হয়ে যায়। সার্কের সব সদস্য রাজি হলেই কেবল আয়োজক দেশ সম্মেলন আয়োজনের দিন-তারিখ ঘোষণা করতে পারে।

সার্কের সদস্য দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান।

 

সেই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও আজ নাকচ করেছেন।

বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন কেবল তখনি সম্ভব হবে যখন পাকিস্তান ভারতে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করবে।  

আজ দুই দেশের সীমান্তে যখন একটি করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে ঠিক তখনি সুষমা স্বরাজ এ কথা বললেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতের দুই কেন্দ্রীয় নেতা অংশ নিচ্ছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর