ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারী উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকাল সাড়ে নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

এর আগে সাকিবের নেতৃত্বেই ২০০৯ সালে উইন্ডিজে ২-০ তে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আবারও সেই সুযোগ সাকিবদের সামনে।

কেননা দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। আর তাই সুযোগ হাতছাড়া করতে নারাজ সাকিববাহিনী।

চট্টগ্রামে সফরকারীদের স্পিন বিষে নীল করেছেন সাকিব-তাইজুলরা। মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টগবগে বাংলাদেশ।

আজকে ম্যাচে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। কাঁধের ইনজুরিতে পড়ে ইমরুল কায়েসের ছিটকে পড়ার তার জায়গায় খেলবে সাদমান ইসলাম। সৌম্য সরকারের সঙ্গে মিরপুরে ওপেনিংয়ে নামবেন সাদমান।

তবে মুশফিকুর রহিমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোটে উইকেটকিপার হিসেবে ব্যাকআপে রাখার জন্য দলে নেওয়া হয়েছে রানখরায় ভোগা লিটন দাসকে। মুশফিক খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। কিপার হিসেবে সুযোগ পেতে যাচ্ছেন লিটন।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সাদমান ইসলাম, লিটন কুমার দাস।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর