টেকনাফে নারীসহ ১০ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

১০ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

টেকনাফে নারীসহ ১০ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে নারীসহ ১০ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আবদুর রহমান (২৫) নামে এক দালালকে আটক করা হয়েছে। তিনি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝার পাড়ার ফজলুল হকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত দেড় টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর মাঝের পাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

মালয়েশিগামীরা হলেন- মো. জিয়া, রশিদ ইল্লাহ, নুর আলম, মো. জাবের, মো. মোকাদেছা, জান্নাত আরা, সেতেরা, জোলেখা, রোজিনা, সলিকা। তারা সকলেই উখিয়া কতুপালং, জাদিমুরা, মৌচনী ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার র‌্যাব-৭ এর ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, শুক্রবার রাতে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে শাহপরীর দ্বীপের বাসিন্দা আবদুর রহমানের বসত-বাড়িতে ওইসব রোহিঙ্গাদের জড়ো করে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাব একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় দালাল বাড়ির মালিক আবদুর রহমানকে আটক করা হয়।

এ ঘটনায় মানব পাচার আইনে মামলা দিয়ে তাদেরকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)