বেনাপোলে ডলার ও মাদকসহ আটক ৩

মাদকসহ আটক ৩

বেনাপোলে ডলার ও মাদকসহ আটক ৩

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার ও ১ হাজার বোতল মাদকসহ তিন পাচারকারীকে আটক  করেছে বিজিবি। অপরদিকে  প্রায় ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে ২১বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ডলার ও ফেনসিডিলের চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারেন তারা।

শুক্রবার সকালে  বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বড়আচড়া গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদ হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ হাজার ইউএস ডলার।

অপরদিকে সিকড়ী মাঠ থেকে ৫০৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় ঝিকরগাছার হাসান আলীর ছেলে নাহিদ হোসেনকে। শিকারপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক করা হয় শার্শা টেংড়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুর জব্বারকে।

বৃত্তিআচড়া এলাকা থেকে ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। অগ্রভুলোট সীমান্ত থেকে ৩ হাজার ৯৪৫পিচ ইয়াবা জব্দ করে ২১ ব্যাটলিয়নের বিজিবি। আটক মাদক দ্রব্য-ডলার সহ পাচারকারীদের বেনাপোল ও শার্শা থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর