তাবলিগের রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও

সংঘর্ষে রক্তাক্ত একজন

তাবলিগের রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্ব ইজতেমার ময়দান টঙ্গীতে তাবলিগ জামাতের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও বহু আহত হয়েছে।

শনিবার সকাল আটটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় ইট-বাঁশ নিয়ে একে অপরকে গণপিটুনি দিচ্ছে। কেউবা ইট-পাথর ছুড়ছে একে অপরের ওপর।

মুসল্লিরা জানান, গত ৩০ নভেম্বর শুক্রবার থেকে ৪ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত মাওলানা সা’দপন্থী মুসল্লিরা ৫ দিনব্যাপী জোড় ইজতেমার ঘোষণা দিলে মাওলানা যোবায়েরপন্থীরা এর বিরোধিতা করেন এবং জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন। এর আগেই মাওলানা যোবায়ের আহমেদপন্থীরা ময়দানের অবস্থান নেন।

শনিবার সকালে মাওলানা সা’দ পন্থীরা ইজতেমা ময়দানে গেলে ময়দানের প্রতিটি গেটে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে সা’দপন্থীরা ময়দানের গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে উভয়পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা গেট ভেঙে ময়দানে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে মাওলানা সা’দপন্থী মুন্সিগঞ্জের মিরকীপাড়া গ্রামের ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর