চাকরি না পেয়ে আত্মহত্যা

আত্মহত্যা করল যুবক

চাকরি না পেয়ে আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

চাকরি না পেয়ে হতাশায় ঝিনাইদহের মহিষাকুন্ডু পাড়ায় আজিমুদ্দীন (২৪) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন বিভাগের এক ছাত্র বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মহিষাকুন্ডু গ্রামের আব্দুল হান্নান মহুরির ছেলে।

আজিমুদ্দীনের দাদা আব্দুল মালেক জানান, চাকরি না পেয়ে হতাশায় ভুগতে থাকেন আজিমুদ্দীন।

এক পর্যায়ে গত বৃহস্পতিবার তিনি বিষপান করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আব্দুল মালেক আরো জানান, আল-কোরআন থেকে অনার্স মাষ্টার্স পাস করার পর আজিমুদ্দীন ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন। কিন্তু কোনো জায়গায় টাকা ছাড়া তার চাকরি হয়নি।

এলাকার ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দীন জানান, শুনেছি চাকরি না পেয়ে আজিমুদ্দীন আত্মহত্যা করেছে। ছেলেটি খুব নম্র ভদ্র হিসেবে এলাকায় পরিচিত।

তবে প্রতিবেশিরা জানান, পাবনার একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। দুই বছর আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। গত বৃহস্পতিবার মেয়েটি আজিমুদ্দীনের সঙ্গে দেখা করে তার কাছে ফিরে আসার প্রস্তাব দেয়। ওই দিনই শহরের হামদহ এলাকায় আজিমুদ্দীন বিষপান করে। তবে পরিবারের পক্ষ থেকে প্রেমের কারণে বিষপানের কথা অস্বীকার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে ছেলের দাদা আব্দুল মালেক জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর