আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

দক্ষিণ চীন সাগরে আমেরিকার যুদ্ধজাহাজ

আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দক্ষিণ চীন সাগরে আবার আমেরিকা আবার যুদ্ধজাহাজ পাঠানোয় বেইজিং কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেছেন, বিনা অনুমতিতে দক্ষিণ চীন সাগরে ইউএসএস চ্যান্সেলর্সভাইল যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বেইজিং।

চীনা সামরিক বাহিনী এক বিৃতিতে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজরদারি করার জন্য বেইজিং যুদ্ধজাহাজ ও বিমান পাঠিয়েছে এবং ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছে।

দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জে যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা। ওই এলাকাকে চীন নিজের পানিসীমা মনে করে। এ নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে।

আমেরিকা মাঝেমধ্যেই ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠায় তবে চীন বরাবরই প্রতিবাদ করে আসছে।

বেইজিং সবসময় বলছে, আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়ে চীনা সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর