দুলুর মনোনয়নপত্র বাতিল

মনোনয়নপত্র বাতিল

দুলুর মনোনয়নপত্র বাতিল

নাসিম উদ্দীন নাসিম, নাটোর প্রতিনিধি

নাটোরে মনোনয়নপত্র যাচাই বাছায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল  কুদ্দুস তালুকদার দুলু সহ ছয় প্রার্থীর মনোনয়ণপত্র বাতিল করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ যাচাই-বাছাই করে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

নাটোর-২ আসনে মামলায় সাজা হওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় নাটোর-১ আসনে সাম্যবাদী দলের বীরেন্দ্রনাথ সাহা, নাটোর-৪ আসনে মুসলিম লীগের শান্তি রিবেরু ও জাসদ (ইনু) এর রনি পারভেজ, ঋণ খেলাপির কারনে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা এবং জাল স্বাক্ষরের কারনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. দোলেয়ার হোসেন খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

প্রার্থীতা ফিরে পেতে আগামী তিন দিনের মধ্যে এইসব প্রার্থীরা নির্বাচন কমিশন সচিব বরাবর আপিল করতে পারবেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, তিনি বাতিলের বিরুদ্ধে আপীল করবেন।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)
 

সম্পর্কিত খবর