‘আমার ক্ষমতা নেই, তাই মনোনয়ন বাতিল’

হিরো আলম

‘আমার ক্ষমতা নেই, তাই মনোনয়ন বাতিল’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‌‘আমার ক্ষমতা নেই তাই আমার মনোনয়ন বাতিল করা হয়েছে’। মনোনয়ন বাতিল হওয়ার পর এমন অভিযোগ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

ভোটারদের জাল স্বাক্ষর দেওয়ায় অভিযোগ এনে তার মনোনয়ন বাতিল করা হয়। এর প্রতিক্রিয়ায় এ কথা বললেন হিরো আলম।

আলম বলেন, এতে আমার প্রতি অবিচার করা হয়েছে। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮৬ জন। সে অনুযায়ী ৩ হাজার ১২১ জনের স্বাক্ষরই যথেষ্ট। কিন্তু ৩ হাজার ৫শ জনের স্বাক্ষর দিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আমার মনোনয়ন বাতিল হয় তাহলে আমি বসে থাকব না। আমার ইমেজ কাজে লাগিয়ে যেকোনো একটি পক্ষের হয়ে কাজ করব। তবে কোন পক্ষে কাজ করবেন তা তিনি জানাননি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর