ইজতেমা মাঠে ফেলে যাওয়া মালপত্র বিতরণে কমিটি

বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে আহতরা

ইজতেমা মাঠে ফেলে যাওয়া মালপত্র বিতরণে কমিটি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষের সময় মুসল্লিদের ফেলে যাওয়া মালপত্র বিতরণে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে ওই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

তিনি জানান, কমিটিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. হানিফকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসকের প্রতিনিধি ছাড়াও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি এবং সাদপন্থী ও জোবায়েরপন্থীর দুই প্রতিনিধি রয়েছেন।

পরিচয়পত্র ও প্রমাণ নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিদের ফেলে যাওয়া মালপত্র সরবরাহ করা হবে। এ ঘটনায় নিহত মুসল্লি মুন্সীগঞ্জের ইসমাইল মণ্ডলের ছেলে বাদী হয়ে টঙ্গী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রোববার দুপুরে ইজতেমা ময়দানে মালামাল নিতে আসা জোবায়েরপন্থী মুসল্লি টঙ্গীর পূর্ব আরিচপুরের সোহেল খান বলেন, শনিবার দুপুরে জোহরের নামাজের প্রস্তুতি চলছে এমন সময় সাদপন্থী মুসল্লিরা ইজতেমা ময়দানে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক মুসল্লি নিহত এবং কয়েকশত আহত হন।

এ সময় মালপত্র ফেলে আমিসহ অন্যরা প্রাণ বাঁচাতে মাঠ ত্যাগ করে চলে যাই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর