বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩

বাস-অটোরিক্সা সংঘর্ষ

বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফেনীর দাগনভুঞাঁর দুধমুখা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।  আহত হয়েছে আরো তিনজন।

সোমবার দুপুর দাগনভূঞার দুধমুখা বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বসুরহাট থেকে ছেড়ে আসা ফেনীগামী বসুরহাটএক্সপ্রেসের একটি বাস দুধমুখা বাজার আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা এক নারীকে উদ্ধার করে নোয়াখালীর বসুরহাট উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপর ৫ যাত্রীকে গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে চালক এবং আহত শিশুকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুইজনের লাশ ফেনী সদর হাসপালের মর্গে রাখা হয়েছ।

দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চি করেন দাগনভুঞাঁ থানার পরিদর্শক আবু জাফর সালেহ। তিনি জানান, নিহতদের মধ্যে সিএনজি চালক ইসমাইল এর বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। বাকিদের নাম পরিচয় এখোনো পাওয়া যায়নি। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)

সম্পর্কিত খবর