তাবলিগের সংঘর্ষ: মামলার আসামি ১৫০

জুবায়ের পন্থীদের মামলা

তাবলিগের সংঘর্ষ: মামলার আসামি ১৫০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়েছে। মাওলানা যোবায়ের আহমেদ পন্থীদের পক্ষে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করা হয়। সোমবার দুপুরে মাওলানা আবদুল ওয়াহাব বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার ধরাগুলো হলো- ১৪৩/৪৪৮/৩২৩-২৫/৩০৭/৪২৭।

মামলায় ২৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ওসি মো.এমদাদুল হক মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

১ ডিসেম্বর গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও শতাধিক অনুসারি আহত হন।

নিহত ইসমাইল হোসেন (৭০) নামে ওই মুসল্লী সা’দ অনুসারী বলে জানা গেছে।

তিনি মুন্সিগঞ্জের নীলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর