করজোড়ে ক্ষমা চাইলেন অধ্যক্ষ

ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

করজোড়ে ক্ষমা চাইলেন অধ্যক্ষ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাবা-মাকে ডেকে অপমান করায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় করজোড়ে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস। মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীরা বেইলি রোডের স্কুল প্রাঙ্গণে তার কার্যালয়ে গেলে সবার সামনে হাত জোর করে ক্ষমা চান তিনি।

এদিকে এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, ‘ঘটনাটি এতদূর গড়াবে তা অনুধাবন করতে পারিনি।

এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হবে তা মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। অরিত্রির আত্মহত্যার ঘটনায় আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ’

এদিকে অরিত্রির আত্মহত্যার ঘটনায় মঙ্গলবার সকালে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলমা নাহিদ।

 

উল্লেখ্য, অরিত্রির বাবা দিলীপ অধিকারীর অভিযোগ, স্কুলের পরীক্ষায় মোবাইল ব্যবহার করে নকলের অভিযোগে অরিত্রিকে পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয়। এরপর সোমবার সে আবারও পরীক্ষায় অংশ নিতে গেলে স্কুল কর্তৃপক্ষ তার বাবা-মাকে ডেকে পাঠায়। এতে অপমান বোধ করে বাসায় ফিরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর