‘পারস্য উপসাগর দিয়ে তেল রপ্তানি হবে না’

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

‘পারস্য উপসাগর দিয়ে তেল রপ্তানি হবে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমেরিকা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেছেন, তার দেশের তেল রপ্তানিকে যদি আমেরিকা টার্গেট করে তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রপ্তানি করতে দেওয়া হবে না।

হাসান রুহানি বলেন, আমেরিকা জানা উচিত যে, আমরা তেল বিক্রি করছি এবং আমাদের তেল বিক্রি অব্যাহত থাকবে; তারা আমাদের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না। আমেরিকার আরো জানা উচিত যদি- তারা কোনো দিন ইরানের তেল রপ্তানি বন্ধের উদ্যোগ নেয় তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রপ্তানি হবে না।

মঙ্গলবার সেমনান প্রদেশের শাহরুদ শহরে এক জনসমাবেশে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন।

ইরানের তেল বিক্রি বন্ধ করার ঘোষণা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। তারা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে গিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছে। মহান ইরানি জাতি সবক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে বিজয়ী হয়েছে বলেও মন্তব্য করেন রুহানি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর