২৪ নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা

ছবি সংগৃহীত

২৪ নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশে পাপুয়ায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি টিম পাঠানো হলে বন্দুকধারীদের গুলিতে একজন সেনাসদস্যও নিহত হয়েছেন। খবর বিবিসির।

ওই শ্রমিকরা এনদুগা অঞ্চলের প্রত্যন্ত ও পার্বত্যাঞ্চলীয় এলাকায় সড়ক ও সেতু নির্মাণে কাজ করছিলেন।

পুলিশ বলছে, ওই হত্যাকাণ্ডের জন্য বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা দায়ী।

পাপুয়ায় কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। জাকার্তায় বিবিসির সংবাদদাতা রেবেকা হেসেক বলেন, যদি এটি সত্যি হয় তাহলে অস্থিতিশীল প্রদেশটি গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদি বলেছেন, একটি ‘সশস্ত্র অপরাধী বিচ্ছিন্নতাবাদী গ্রুপ’ ১ ডিসেম্বর তাদের স্বাধীনতা দিবস পালন করাকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত।

কর্নেল আইদি বলেন, নির্মাণ প্রতিষ্ঠান পিটি ইস্তাকা কারইয়ার একজন শ্রমিক ওই গ্রুপটির একটি ছবি তোলে, ফলে তারা রাগান্বিত হয়ে হামলা চালায়। শ্রমিকরা যে সেতু নির্মাণ করছিল তার পাশেই তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর