মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭ বাংলাদেশি

মিয়ানমারে কারাভোগ শেষে ফেরত আনা হলো ১৭ বাংলাদেশিকে

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। বিজিবি ও বিজিপি পতাকা বৈঠক শেষে আজ বুধবার দুপুরে তাদের ফেরত আনা হয়। এর পূর্বে আজ সকাল ১০টায় বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে রওনা দেন।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে মিয়ানমারের মংডুতে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিভিন্ন মেয়াদে সাজা শেষ হওয়া ১৭ জন বাংলাদেশি নাগরিককে মিয়ানমার কর্তৃপক্ষ বিজিবি’র কাছে হস্তান্তর করে। ১২ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের প্রধান ইউ তাইন লিন (U Htain Linn)।

মিয়ানমার হতে ফেরত আনা ১৭ বাংলাদেশির মধ্যে ১০জন টেকনাফের, ১জন রামুর, ২জন খাগড়াছড়ির, ১ কক্সবাজার সদরের ও ৩ জন চট্টগ্রামের বাসিন্দা। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশি এসব নাগরিকদের মধ্যে দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়ে ১২জন আটক হয়েছিল। চাকমা সম্প্রদায়ের ২জন চোরাইপথে বেড়াতে গিয়ে আটক হয়। ৩জন সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছিল।

সম্পর্কিত খবর