ঘরোয়া উপায়ে যেভাবে ঠোঁটের যত্ন নিবেন!

প্রতৃকী ছবি

ঘরোয়া উপায়ে যেভাবে ঠোঁটের যত্ন নিবেন!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শীতে অন্যতম সমস্যা ঠোঁট ফাটা। বাতাসে হিমের ছোঁয়া আর আবহাওয়ায় শুষ্কতা আসার সঙ্গে সঙ্গে ত্বকের বিশেষ কিছু যত্নের প্রয়োজন পড়ে।  ঠোঁটের যত্নে আমরা সাধারণত লিপজেল ব্যবহার করি। যার মধ্যে রয়েছে ক্ষতিকর রাসায়নিক উপাদান।

বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক পদার্থের উপস্থিতির জন্য ঠোঁট কালো হয়ে থাকে। সেই সঙ্গে ক্ষতি হয় ঠোঁটেরও।

তাই এই ক্ষতি রোধে রাতে ঘুমানোর আগে সামান্য ঘিয়ে মেশান একটু দুধের সর। তারপর এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখুন।

দীর্ঘ সময় ধরে ত্বককে নরম রাখে ঘি।

আর দুধের সর ত্বকের অভ্যন্তরের ময়লা দূর করে ও মৃত কোষ ঝরিয়ে দেয়। তাই এই মিশ্রণ সারা রাত ঠোঁটে দিয়ে রাখলে ঠোঁট নরম তো থাকেই, সঙ্গে ঠোঁটের কালো ভাবও দূর হবে। তবে ধূমপান থেকেও ঠোঁটের কালো ছোপ আসে। ধূমপান শরীরের অন্যান্য ক্ষতিও করে। তাই ঠোঁটের যত্নে ভাল ফল পেতে ধূমপান ছাড়াটাও আবশ্যিক।  


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর