ধ্বংসের দ্বারপ্রান্তে আমেরিকা: কেরমানি

ডোনাল্ড ট্রাম্প।

ধ্বংসের দ্বারপ্রান্তে আমেরিকা: কেরমানি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে দেশটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেন তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহেদি কেরমানি।

বিশ্ববিদ্যালয় ছাত্র দিবস উপলক্ষে তিনি ১৯৫৩ সালে ছাত্রদের ওপর পাহলাভি স্বৈরশাসকের হত্যাযজ্ঞের কথা স্মরণ করে এ কথা বলেন।

১৯৫৩ সালে হত্যাযজ্ঞের ব্যাপারে তিনি বলেন, ওই হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা ছিল।

রেড ইন্ডিয়ানদের রক্তের ওপর গড়ে ওঠা আমেরিকা ইরান বিরোধী সকল অপকর্মের সঙ্গেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল বলে জনাব কেরমানি দাবি করেন।

জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা হামলা, গুয়ান্টানামো বে, ইরাকের আবু গারিব কারাগারসহ বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার নারকীয় হত্যাযজ্ঞের কথাও স্মরণ করেন।

তিনি বলেন, এই দেশটিই আবার নিজেদেরকে বিশ্বব্যাপী মানবাধিকারের রক্ষক এবং গণতন্ত্রের পৃষ্ঠপোষক বলে দাবি করছে। ইয়েমেনে মার্কিন সহায়তায় নিরীহ মানুষের ওপর সৌদি জোটের নির্বিচার হত্যাযজ্ঞই প্রমাণ করে পশ্চিমাদের মানবাধিকার রক্ষার দাবি কতোটা মিথ্যা।

ইরানের বিরুদ্ধে নোংরামি ও ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যর্থতার রেকর্ড করেছে আমেরিকা। নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাসহ সকল ষড়যন্ত্রও চরমভাবে ব্যর্থ হবে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন জনাব কেরমানি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর